Bad Road: পথশ্রীর রাজ্য়ে হতশ্রী ছবি! ভেলায় চেপে হাসপাতালে রোগী!

Continues below advertisement

ABP Ananda LIVE: এ যেন পথশ্রীর রাজ্য়ে হতশ্রী ছবি। টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তাই এবার বাধ্য হয়ে অ্যামবুল্যান্সের বদলে অসুস্থ রোগীকে কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে হল বড় রাস্তা অবধি! গ্রামের বাসিন্দাদের স্পষ্ট দাবি, প্রত্যেক বছরের বৃষ্টিতেই এই জলযন্ত্রণা ভোগ করতে হয়। তাঁরা বলছেন, এই জল দুর্ভোগের কথা জানেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে, বিধায়কও। তবুও এত বছরে সুরাহা মেলেনি মোটেই। এদিকে, পঞ্চায়েত প্রধানের দাবি, ইছামতী নদীতে পলি জমেই এই পরিস্থিতি। যা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও।

 

ভোটার তালিকা নিয়ে তৃণমূলনেত্রীর অবস্থান বদল

দেশজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন। এরইমধ্য়ে এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, নির্বাচন কমিশনে বিজেপির লোক ভরে গিয়েছে। বেছে বেছে ওরা ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব। দরকার হলে দিল্লিতে গিয়েও আন্দোলন করা হবে। পাল্টা বিজেপি বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ই তো বিরোধী আসনে থাকাকালীন বারবার ভোটার তালিকায় অস্বচ্ছতার অভিযোগ করতেন! ভুতুড়ে ভোটার বাদ দেওয়ার দাবি জানাতেন! সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালের একুশে জুলাইয়ের আন্দোলন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৎকালীন যুব কংগ্রেসের ১৩ জনের মৃত্যু হয়েছিল। তাহলে আজ ক্ষমতায় থাকাকালীন সেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিরোধিতা করছেন কেন? রসঙ্গ তুলে ধরছে। বাম আমলে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই সরব হয়ে, ২০০৫ সালে লোকসভার স্পিকারের আসন লক্ষ্য করে কাগজ ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নানা মহলে প্রশ্ন উঠছে, বিরোধী থেকে শাসক হয়েই কি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অবস্থান পাল্টে গেল? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola