Nadia News: খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে, জঙ্গলে দেহ ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক ব্যক্তি
ABP Ananda Live: এক মহিলাকে খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে, জঙ্গলে দেহ ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটায়। ধৃত ব্যক্তির সঙ্গে ওই মহিলা হরিণঘাটা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। আজ মহিলার মৃতদেহটি ফেলার সময় এলাকার মানুষের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে কথায় অসঙ্গতি পাওয়া যায়। খবর দেওয়া হয় হরিণঘাটা থানায়। পুলিশ এসে প্লাস্টিকের মোড়ক খুলতেই মৃতদেহ বেরিয়ে আসে। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে