Dengue Death: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, এবার দমদমে মৃত্যু পুলিশকর্মীর | ABP Ananda LIVE
Dengue: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি। এবার মশাবাহিত এই রোগের প্রকোপে প্রাণ গেল দমদম থানার এক পুলিশ কর্মীর। মৃত পুলিশকর্মীর নাম প্রীতম ভৌমিক। তিনি দক্ষিণ দমদম (South DumDum) পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।