Nabanna March: নবান্ন অভিযানের ডিউটিতে গিয়ে চোখই হারাতে বসেছেন এক পুলিশ অফিসার। ABP Ananda Live
ABP Ananda Live: নবান্ন অভিযানের দিন ডিউটিতে গিয়ে এবার চোখই হারাতে বসেছেন এক পুলিশ অফিসার। আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাম চোখে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকরা বলছেন, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্য়ন্ত ক্ষীণ। উন্নত চিকিৎসার জন্য়, এই পুলিশ অফিসারকে হায়দরাবাদের, এল ভি প্রসাদ হাসপাতালে নিয়ে যাচ্ছে সরকার।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় গঙ্গার দুপাড়। উপড়ে ফেলা হয় একের পর এক ব্যারিকেড...আক্রান্ত হয় পুলিশ...রক্ত ঝড়ে উর্দিধারীদের কোথাও লাগাতার ইট ছুড়ে...কোথাও পুলিশের লাঠি দিয়ে পেটানো হয় পুলিশকেই..পাল্টা বিভিন্ন জায়গায় লাঠিচার্জ করে পুলিশও। মাথা ফাটে মহিলা আন্দোলনকারীর...জখম হন বিক্ষোভকারীরা..এই খণ্ডযুদ্ধের মধ্য়েই আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে চোখ হারাতে বসেছেন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী।