Kashmir News: পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিধানভায় আসতে চলেছে প্রস্তাব | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিধানভায় আসতে চলেছে প্রস্তাব । মঙ্গলবার প্রস্তাব আসছে বিধানসভায় । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রস্তাব আনছেন ।২ ঘণ্টা ধরে আলোচনা হবে এই প্রস্তাবে । শাসক-বিরোধী দুপক্ষই আলোচনায় অংশ নেবেন । আলোচনায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর
আরও খবর...
ফোনে IC-কে হুমকি দিতে শোনা গিয়েছিল। সেই নিয়ে গত এক সপ্তাহ ধরে তোলপাড় হলেও, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দেননি। অবশেষে বৃহস্পতিবার, সাত দিন পর বোলপুর SDPO অফিসে হাজিরা দিলেন বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। দু'-দু'বার তলব এড়ানোর পর এদিন পিছনের ফটক দিয়ে SDPO দফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্নেহধন্য 'কেষ্ট'। সেখানে প্রায় দু'ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এর পর সেখান থেকে বেরিয়ে যান অনুব্রত। (Anubrata Mondal)