Anubrata Mondal: লটারি-রহস্যে চাঞ্চল্যকর মোড়, ‘অন্যের জেতা লটারির টিকিট কেনেন অনুব্রত মণ্ডল’। Bangla News
লটারি-রহস্যে চাঞ্চল্যকর মোড়। ‘অন্যের জেতা লটারির টিকিট কেনেন অনুব্রত মণ্ডল’। ‘৮৩ লক্ষ টাকা দিয়ে জেতা লটারি কিনেছিলেন অনুব্রত’, বিস্ফোরক দাবি গাঙ্গুলি লটারির মালিকের, ‘নুর আলি টিকিট কেটে পুরস্কার পেয়েছিলেন’, দাবি লটারি ব্যবসায়ীর,‘৭ লক্ষ টাকা নগদে দিলেও, অ্যাকাউন্টে কোনও টাকা ট্রান্সফার হয়নি’, দাবি বোলপুরের বাসিন্দা নুর আলির বাবার। নুর আলির দাবি, তাঁর ওপর রীতিমতো চাপ সৃষ্টি করে গ্রামছাড়া করা হয়েছিল। এমনকী প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । দিতে না চাওয়ায় টিকিট কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ নুর আলির বাবার। গ্রামে গিয়ে টিকিট বিক্রি করেন কালাম শেখ এক ব্যক্তি, সিবিআই সূত্রে খবর
‘অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর যোগাযোগ করেন বাহিরির পঞ্চায়েত প্রধানের সঙ্গে’ । ‘অনুব্রতকে টিকিট পাইয়ে দিতে হবে বলে দাবি করেন কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়’, সিবিআই সূত্রে খবর‘এরপরই নুর আলিকে চাপ দেন বাহিরি গ্রামের পঞ্চায়েত প্রধান’, দাবি সিবিআইয়ের