Anandapur: আনন্দপুরে নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্যাক্সি ঘিরে রহস্য | ABP Ananda LIVE
আনন্দপুরে (Anandapur) রাজ্যপালের (Governor) অনুষ্ঠানস্থলের কাছেই নো পার্কিং জোনে (No Parking Zone) দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্যাক্সি (Taxi) ঘিরে রহস্য। নম্বর দেখে গাড়ির মালিককে ফোন করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য। গত ডিসেম্বরে চুরি যায় ট্যাক্সিটি, দাবি মালিকের। তিলজলা থেকে চুরি হওয়া ট্যাক্সি কীভাবে আনন্দপুরে পৌঁছল, খতিয়ে দেখছে পুলিশ (Police)।