Aadhar Card Fraud: আধার নম্বর জোগাড় করে টাকা 'লুঠ', ধৃতদের ৫ বছরের জেল ও ২ লক্ষ টাকা করে জরিমানা

Continues below advertisement

আঙুলের ছাপ জোগাড় করে জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল ইসলামপুর জেলা প্রশাসন। ৫ মাসের মধ্যে শুনানি শেষ করে মামলার রায়দান করল ইসলামপুর মহকুমা আদালত। ধৃত দু'জনের বছরের জেল ও ২ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ বিচারকের।

৫ মাসের মধ্যে আধার জালিয়াতির মামলার শুনানি শেষ করে সাজা ঘোষণা করল ইসলামপুর মহকুমা আদালত। ২০২৩ সালে উত্তর দিনাজপুরের চোপড়ায় আধার জালিয়াতি করে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। তদন্ত শুরু করে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। ওই বছরের ২১ সেপ্টেম্বর চোপড়ার একটি দোকান থেকে ৩ জনকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃতদের মধ্যে একজন নাবালক।
উদ্ধার হয় বেশ কিছু ল্যাপটপ, আঙুলের ছাপের নমুনা, রাসায়নিক, হার্ডডিক্স, পেন ড্রাইভ। তদন্তে যানা যায় গোটা বাংলা জুড়ে সক্রিয় এই প্রতারণা চক্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram