Coal mafia: কেন্দ্রীয় এজেন্সির খাতায় অধরা, অথচ লতিফের গাড়িতেই খুন !

Continues below advertisement

শক্তিগড়ে (Shakti garh) শ্যুটআউটে (Shootout) খুন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা (Raju Jha)। শ্যুটআউটের সময় ঘটনাস্থলেই ছিল কেন্দ্রীয় এজেন্সির খাতায় পলাতক গরুপাচার মামলায় অভিযুক্ত শেখ আব্দুল লতিফ (Abdul Latif) !। যে ফরচুনার গাড়ির মধ্যে খুন, সেই গাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে লতিফ, ভাইরাল ভিডিও। কেন্দ্রীয় এজেন্সির খাতায় অধরা, অথচ লতিফের গাড়িতেই খুন !। ঘটনাস্থলেই উপস্থিত আব্দুল লতিফ, জানল না কেউ !। ঘটনার পরেই উধাও লতিফ, গেল কোথায় ?পুলিশ দাবি করেছিল তিনজন ছিল, গাড়ির চালক, কয়লা মাফিয়া ও রাজুর সঙ্গী ব্রতীন। ঘটনাস্থলেই গরুপাচার মামলায় অভিযুক্ত লতিফ ছিল, জানতেই পারল না পুলিশ। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram