Abhijit Chowdhury: 'চিন বিপদে আছে বলে আমরা ঢুবতে যাচ্ছি এটা হয়ত সঠিক নয়', মন্তব্য চিকিৎসক অভিজিৎ চৌধুরীর
Continues below advertisement
চিনে ভয়াবহ চেহারা নিয়েছে করোনা সংক্রমণ। আগামী সপ্তাহ থেকে কয়েক মাসে, পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাঁদের অনুমান, সংক্রমণের ঢেউ চূড়ায় পৌঁছলে চিনে প্রতিদিন মৃত্যু হতে পারে ৫ হাজার মানুষের। এই পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের একাংশের মত এই সংক্রমণের ভয়াবহতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। শুক্রবার এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ডাঃ অভিজিৎ চৌধুরী বলেন, "চিন বিপদে আছে, সেখানে কনফিউশন নেই। চিন প্রথমে ভেবেছিল বাক্সবন্দি করে হয়ত এই ভাইরাসকে আটকানো যাবে। এটা বিজ্ঞানের সঠিক পদক্ষেপ নয়। এই জীবাণু বার বার বোকা বানিয়েছে আমাদের। তবে চিন বিপদে আছে বলে আমরা ঢুবতে যাচ্ছি এটা হয়ত সঠিক নয়। আমাদের দেশের রাজনীতিকরাও গত তিন দিন ধরে যে শঙ্কা ছড়িয়ে চলেছেন আমার মনে হয় এটার বাস্তবতা নেই। আমরা এখনই হয়ত বেশি ভাবছি।"
Continues below advertisement
Tags :
Coronavirus Corona Death Bangla News Bangla News Live Corona Update Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Covid 19 ABP Ananda Bengali News Corona Active Cases