Abhijit Ganguly: কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: সাংবিধানিক আদালত থেকে এবার মানুষের আদালতে। এজলাসের গণ্ডি ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে। কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইস্তফাপত্র দিয়েছেন তিনি। ডাকযোগে পাঠানো হবে সেই ইস্তফাপত্র। রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতিকে ইস্তফাপত্র লেখার পর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের চেম্বারে গিয়ে বিচারপতি পদে ইস্তফাপত্র জমা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে বাড়ি থেকে হাইকোর্টের উদ্দেশে রওনা হন তিনি। ১০টা ২১ মিনিটে শেষবারের মতো বিচারপতি হিসেবে পৌঁছন কলকাতা হাইকোর্টে। ABP Ananda Live
Continues below advertisement