Abhijit Ganguly: শাসকদল আমাকে নানাভাবে অপমান করেছে,অপমানজনক কথাবার্তা বলেছে: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Continues below advertisement
ABP Ananda LIVE: 'আমি বিজেপিতে (BJP)যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ'। 'কোন আসনে দাঁড়াব সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষনেতৃত্ব'। 'বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের(TMC) দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে '। 'সেই কারণেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি'। 'শাসকদল আমাকে নানাভাবে অপমান করেছে, অপমানজনক কথাবার্তা বলেছে'। ' তাদের এই ধরনের মন্তব্যই আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে'। 'তৃণমূলের সংস্কৃতিই হল বিচারপতিকে আক্রমণ করা'। ' রায় সম্বন্ধে কোনও আপত্তি থাকলে তা জানানোর আলাদা পথ আছে'। ' আমার মনে হয় এদের পরিবার এবং শিক্ষা-দীক্ষায় সমস্যা আছে'। ' ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম-এর যোগ দিইনি'। 'কংগ্রেস একটি পারিবারিক জমিদারির দল, সেখানে যাওয়ার প্রশ্ন নেই'। 'তৃণমূল ভিতরে ভিতরে ভাঙছে, এই দল আর বেশিদিন নেই'।
Continues below advertisement
Tags :
ABP Ananda LIVE Abhijit Ganguly Abhijit Gangopadhyay Avijit Ganguly Resignation Abhijit Gangopadhyay BJP Join