Abhijit Ganguly:'বামপন্থীদের দিক থেকেও ডাক এসেছিল একটা কেন্দ্র থেকে দাঁড়ানোর জন্য',মন্তব্য অভিজিতের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বামপন্থীদের (CPIM) দিক থেকেও যদি তারা অস্বীকার না করেন একটা ডাক এসেছিল একটা কেন্দ্র থেকে দাঁড়ানোর জন্য এবং আমার বহু চেনা পরিচিত মানুষ বন্ধুবান্ধব আছেন যাঁরা বামপন্থী। বাংলায়(West bengal) 'বাম' ব্যাপারটা কী ভাল করে না জানলেও তারা বামপন্থী হয়ে যান অনেকেই, আমি বামপন্থী হয়নি সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত। সেটা নিয়ে আমায় ভাবতে হয়েছিল, আমি সময় নিয়েছিলাম। আমি পরে যে মহল থেকে ডাকটা এসেছিল আমি বলেছিলাম না, আমি করব না', বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram