Abhijit Ganguly: দ্রুত পেনশন-মামলা নিষ্পত্তির নির্দেশ, এজলাসে বসেই জেলা বিচারককে ফোন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Continues below advertisement

এজলাসে বসেই পূর্ব মেদিনীপুরের জেলা বিচারককে ফোন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জেলা বিচারককে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পেনশন দেওয়া হোক নাতিকে, দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন। হাইকোর্টে আবেদন প্রয়াত শিক্ষিকা শিউলি বর্মনের বাবার। ২০২০-র অগাস্টে প্রাথমিক স্কুলের শিক্ষিকা শিউলি বর্মনের মৃত্যু। শিউলির মৃত্যুর সময় তাঁর ছেলের বয়স ছিল ১৫ বছর।
সেই সময় তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল শিউলির। শিউলির স্বামী তাঁদের সন্তানকে দেখাশোনা করছেন না বলে অভিযোগ।
তাই নাতিকে মায়ের পেনশন দেওয়ার দাবি শিউলির বাবার। 'নাতির অভিভাবকত্ব চেয়ে কোনও মামলা করেছেন কী?' প্রয়াত শিউলি বর্মনের বাবা জীবনানন্দ বর্মনকে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। মামলা পূর্ব মেদিনীপুরের নিম্ন আদালতে বিচারাধীন, জানান জীবনানন্দ বর্মনের আইনজীবীর। এরপরই এজলাস থেকে সরাসরি পূর্ব মেদিনীপুরের জেলা বিচারককে ফোন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram