Abhijit Gangopadhyay: 'আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ', বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Continues below advertisement
ABP Ananda LIVE: এবিপি আনন্দের (ABP Ananda )খবরেই সিলমোহর, বিজেপিতেই (BJP) যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বৃহস্পতিবারই বিজেপিতে যোগ। পদ থেকে ইস্তফা দিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'তৃণমূলের লাগাতার আক্রমণই রাজনীতিতে আসার অনুপ্রেরণা'। দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না করে অভিষেককেও তীব্র আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'তৃণমূল ভিতরে ভিতরে ভাঙছে, এই দল আর বেশিদিন নেই'। 'একজন তালপাতার সেপাই তৃণমূলের(TMC) সিনিয়র নেতাদের বিপদে ফেলতেই নারদ-চক্রান্ত' । নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'এই মুহূর্তে তৃণমূল কোনও রাজনৈতিক দল নয় যাত্রা পার্টি '। 'তৃণমূল দুষ্কৃতীদের দল, তাদের পালার নাম মা-মাটি-মানুষ'।
Continues below advertisement
Tags :
ABP Ananda LIVE Abhijit Ganguly Abhijit Gangopadhyay Avijit Ganguly Resignation Abhijit Gangopadhyay BJP Join