Abhijit Ganguly: 'প্রাথমিকের ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ায় কোনও অ্যাপটিটিউড টেস্ট হয়নি' মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের | ABP Ananda LIVE

Continues below advertisement

1.এবিপি আনন্দে মুখ খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের 'সাক্ষী' গোপাল । মিথ্যে বলছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh), এবিপি আনন্দে মুখ খুললেন গোপাল দলপতি (Gopal Dalpati) । 'টাকার বিনিময়ে আগেও চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কুন্তল'। 'প্রার্থীপিছু ৬ থেকে ৮ লক্ষ টাকা দাবি করেছিলেন কুন্তল'দাবি তাপস মণ্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতির ।

2.ভোটের আগে ২দিনের সফরে ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগরতলায় আজ পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে ।

3.'সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিজেপিতেই থাকুন, সব খবর দিন' আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের (BJP MLA) দলবদলের পরেই হুঙ্কার কুণালের (Kunal Ghosh) । 

4.'প্রাথমিকের ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ায় কোনও অ্যাপটিটিউড টেস্ট হয়নি, ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট একসঙ্গে করে গড় নম্বর দেওয়া হয়েছিল ,পর্ষদের হলফনামাতেই এটা স্পষ্ট, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Ganguly)'যারা ইন্টারভিউ নিয়েছিলেন, তাদের হাজিরার নির্দেশ হাইকোর্টের । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram