Abhishek Banerjee : 'আমাদের ভুলত্রুটির কারণে '১৯ ও '২১-এ মানুষ মুখ ফিরিয়েছিলেন'

Continues below advertisement

বিজেপির ( BJP ) বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে মানুষের জবাব দেওয়ার সমাবেশ, মাথাভাঙা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । 'বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে এই সমাবেশ'। 'এবার আসতে এক মাস দেরি হয়েছে, সবার কাছে ক্ষমা চাইছি'। 'শুধু ভোট ( Vote ) চাইতে এখানে আসিনি'। 'আমাদের ভুলত্রুটির কারণে '১৯ ও '২১-এ মানুষ মুখ ফিরিয়েছিলেন'। 'তবে এই সমাবেশ পালাবদলের সমাবেশ'। 'মানুষ তৃণমূলকে ( TMC )  চায়, কাল থেকে সবার বাড়ি যান'। তৃণমূল নেতাদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram