Abhishek Banerjee: বিদ্যাসাগরের মূর্তি যাঁরা ভেঙেছিল, তাঁদের মানুষ জবাব দিয়েছেন: অভিষেক

ABP Ananda LIVE: 'বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। বিদ্যাসাগরের মূর্তি যাঁরা ভেঙেছিল, তাঁদের মানুষ জবাব দিয়েছেন। বাংলাবিরোধী মনোভাব মানুষ আগামীদিনেও দেখবেন। তৃণমূলের সঙ্গে বিজেপির রাজনৈতিক লড়াই চলবে। কিন্তু বাংলার মণীষীদের অপমান করেছেন। আজকে যাঁরা এসে প্যান্ডেল উদ্বোধন করছেন, তাঁরাই বলেছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না। বাংলার দুর্গাপুজো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেয়েছে আমাদের সময়ে। বীরভূমের এক মহিলা-সহ ৬ জনকে ফিরিয়ে আনতে বলেছে আদালত। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আপনার নেতৃত্বে যাঁরা মূর্তি ভেঙেছিল, তাঁরা আজও বিজেপিতে রয়েছেন', মন্তব্। অভিষেকের।

আরও পড়ুন...

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবার পূর্ব বর্ধমানের জামালপুরে পুুলিশকে মার!

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবার পূর্ব বর্ধমানের জামালপুরে পুুলিশকে মার! তৃণমূল নেতার ভাইকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ।
আক্রান্তকে উদ্ধারে গিয়ে মার খেল পুলিশ ! জখম ৩ পুলিশ কর্মী, পুলিশের গাড়িও ভাঙচুর। পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার ১৭। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola