Abhishek Banerjee: 'বাংলার বকেয়া নিয়ে একদিনও রাস্তায় নামেননি' মুর্শিদাবাদে ফের অভিষেকের নিশানায় অধীর
Continues below advertisement
Abhishek Banerjee: এদিন বিজেপির প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, 'সাগরদিঘির ভোটের পর নতুন করে অক্সিজেন পেয়েছে বিজেপি। আগেই বলেছিলাম, সাগরদিঘিতে কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট'।কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদার পরে এবার মুর্শিদাবাদে অভিষেক। মুর্শিদাবাদে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অধীর চৌধুরী। 'বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র তৃণমূল। বাংলার বকেয়া নিয়ে একদিনও রাস্তায় নামেননি অধীর চৌধুরী। বাংলার পাওনা মেটানোর দাবি নিয়ে একদিনও সরব হননি দিল্লিতে। কেন্দ্রের বঞ্চনা নিয়ে কংগ্রেসের কেউ কোনও কথা বলেনি। অধীর-সেলিমরা কোনওদিন নরেন্দ্র মোদি, অমিত শাহের বিরুদ্ধে কথা বলেন না'।
Continues below advertisement