Abhishek Banerjee : 'বাংলার টাকা আটকে রাখেনি, গুজরাতে খরচ করে দিয়েছে', ফের কেন্দ্র সরকারকে নিশানা অভিষেকের
মানুষ যাঁকে মান্যতা দেবে, তিনিই হবেন প্রার্থী, ফের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুমারগ্রামে অভিষেক বলেন, "বাইরে আমি ৬০ দিন থাকব, বিরোধীরা পারলে ৬ দিন থাকুন। আগামী দিনে পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত। আলিপুরদুয়ারে লোকসভায় যাঁকে জিতিয়েছিলেন, তাঁর টিকি পর্যন্ত দেখা যায়নি। বিজেপি-কে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা, দু'টোই এক।"