Abhishek Banerjee: বিজেপি সাংসদ পরেশ রাওয়াল বাঙালিকে অপমান করেছেন, টুঁ শব্দ করেছেন অধিকারীবাবু! প্রশ্ন অভিষেকের
এই পার্টির নেতা, সাংসদ পরেশ রাওয়াল বলেছেন, বাঙালি মানে বাংলাদেশি। আমাদের মাছ খাওয়ার অভ্যাস নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন। এই পূর্ব মেদিনীপুরে ৫-১০ লক্ষ মৎস্যজীবী রয়েছে। দুয়ারে সরকারে ৭ লক্ষের নাম নথিভুক্ত, এর মধ্যে ২ লক্ষ পূর্ব মেদিনীপুরের। বাঙালিদের যাঁরা বাংলাদেশি, রোহিঙ্গা বলছেন, মাছ খাওয়া নিয়ে ব্যঙ্ক করছেন, অধিকারীবাবু একটি শব্দও খরচ করেছেন তা নিয়ে! মেরুদণ্ড পিঠে নেই, দিল্লির মালিকদের পায়ে শুইয়ে রেখেছেন: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Tags :
Abhishek Banerjee Paresh Rawal Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News