Abhishek Banerjee: রাজ্য কেন্দ্রের কাছে আর মাথানত করবে না: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: লোকসভা ভোটের আগে দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 'এবারের লোকসভা ভোট প্রতিরোধ, প্রতিশোধের'।'এই ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট, জমিদার তাড়াবার ভোট'। 'ন্যাড়া একবারই বেলতলায় যায়, এবার ধর্মের নামে মানুষ ভোট দেবে না'। 'রাজ্য কেন্দ্রের কাছে আর মাথানত করবে না', 'মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলা গড়ছেন'। 'কেন্দ্রের কাছে হাত না পেতে নিজেই ১০০ দিনের কাজ ও আবাসনের টাকা দিচ্ছেন'। 'মানুষের কাছে এই বার্তা পৌঁছতে হবে'দলীয় নেতৃত্বকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। '১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রাজ্যে ৩ হাজার ৩৪৩টি সহায়তা শিবির হবে'। 'সেইসব শিবিরে ১০০ দিনের কাজে ২৭ লক্ষ বঞ্চিত শ্রমিককে বকেয়া মেটাতে ফর্ম ফিলাপ করানো হবে'। 'এই শিবিরের মাধ্যমেই তৃণমূল নেতাদের জনসংযোগ গড়তে হবে', 'প্রতি বিধায়ককে প্রতি শিবিরে অন্তত ২ বার যেতে হবে'। সাংসদদের অন্তত ৫টি অঞ্চলে যেতে নির্দেশ অভিষেকের। '১ ও ২ মার্চ সভা করবে রাজ্য সরকার'। 'সেই সভায় প্রাপ্য বকেয়া যাঁরা পাবেন, তাঁদের নিয়ে আসতে হবে'। 'ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করিয়ে আনতে হবে'। অঞ্চল সভাপতিদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram