Abhishek Banerjee: 'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে', জানালেন অভিষেক
Continues below advertisement
'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে ইডিকে', এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ইডি ও সিবিআই আমাকে এবং আমার স্ত্রীকে অনেকবার তলব করেছে। ২০২০ সালের পর আমি ৫ বার হাজিরা দিয়েছি, আমার স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন। ইডি যখন প্রথম তলব করে, তখনই আমার সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য দিয়েছিলাম। স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছি', এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির কাছে আমার সম্পত্তির তথ্য দিয়েছি, এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement