Abhishek Banerjee: 'মানুষ যদি আশানুরূপ পরিষেবা না পেয়ে থাকেন, তাহলে ব্যবস্থা নেব', মন্তব্য অভিষেকের
Continues below advertisement
West Bengal News: 'এসএসসি কেলেঙ্কারির জন্য ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে', 'নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না?','এই বৈষম্য কেন হবে?', ধর্মতলার সভা থেকে বিজেপিকে নিশানা অভিষেকের, 'মানুষ যদি আশানুরূপ পরিষেবা না পেয়ে থাকেন, তাহলে ব্যবস্থা নেব', 'পুরসভার চেয়ারম্যান থেকে পঞ্চায়েতের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেব', 'এখন থেকে ২০২৬-এর লড়াই এখন থেকে শুরু করতে হবে','পুরসভা, পঞ্চায়েত ভোটে দল এবার কাজ দেখে টিকিট দেবে','বিধানসভা, লোকসভা ভোটে লড়াই দেখে এবার টিকিট দেওয়া হবে', 'বিজেপির কাছে সিবিআই, ইডি, অর্থ আছে, তৃণমূলের আছে জনগণের শক্তি', '২০১৪ থেকে সিবিআই-ইডিকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে চেয়েছে', 'কিন্তু বিজেপি নেতার আসলে বাংলাকে ছোট করেছে', ২১-র সভা থেকে মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের।
Continues below advertisement
Tags :
TMC Shahid Divas ABHISHEK BANERJEE Tmc Martyrs Day Martyrs Day Tmc Rally Mamata Banerji Martyrs Day Bengali Tmc Martyrs Tmc Live Martyrs Day Live Martyrs Day Kolkata Martyrs Day Mamata Live Esplanade Rally