Abhishek Banerjee:জুনিয়র ডাক্তারদের দাবি মেনেছে সরকার,এবার কর্মবিরতি তোলা উচিত: অভিষক বন্দ্যোপাধ্যায়

এবার জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছে সরকার, এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত। প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা নিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে, সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকার। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সব জায়গায় সিসিটিভি বসানো হয়ে যাবে। ডাক্তারদের দাবিকে সম্মান জানিয়ে সিপি ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের সরানোও হয়েছে। সিবিআই-কে নিশ্চিত করতে হবে, কোনও অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। যদিও রেকর্ড বলছে, গত ১০ বছরে সিবিআই কোনও তদন্তই শেষ করতে পারেনি। বিচারে দেরি মানে, বিচার থেকে বঞ্চিত হওয়া।'                                              

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola