Abhishek Banerjee:নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু-গড়ে পা রাখতে চলেছেন অভিষেক
নবজোয়ার যাত্রার ৩৪ তম দিনে আজ শুভেন্দু-গড়ে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে দুপুর ৩টে নাগাদ পটাশপুরে পৌঁছবেন। সেখানে জনসংযোগের পর যাবেন এগরায়। সেখানে রোড শো করবেন অভিষেক। এরপর রামনগরে মন্দিরে পুজো দিয়ে কাঁথিতে পৌঁছবেন। বিরোধী দলনেতার বাড়ির এক কিলোমিটার দূরে আজ রাত্রিবাস করার কথা অভিষেকের।