Abhishek Banerjee: 'অজুহাত দিতে পারতাম, দিইনি, এসে ৬ হাজার পাতার নথি দিয়েছি', মন্তব্য অভিষেকের
ইডি দফতরের বাইরে বেরিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'অতীতে কোনওভাবে তদন্ত এড়াইনি, বর্তমানেও এড়াচ্ছি না, ভবিষ্যতেও এড়াব না', অজুহাত দিতে পারতাম, দিইনি, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।