Abhishek Banerjee: 'বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন', ডাক দিলেন অভিষেক
কুলপির সভা থেকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। মথুরাপুরের উন্নয়ন আমার দায়িত্ব। ২০২১ থেকে ২০২৪, বিজেপি নেতাদের দেখা যায়নি।হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় ধর্মের উস্কানি দিয়ে অশান্তি করতে পারেনি'।