Abhishek Banerjee:'নথি চেয়েছিল ED, ৬ হাজার পাতার নথি দিয়েছি', CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন অভিষেক
Continues below advertisement
ABP Ananda Live: 'আমাকে নথি নিয়ে আসতে বলেছিল, এসে ৬ হাজার পাতার নথি দিয়েছি। আগামীদিনেও ইডি চাইলে, আমি আবার আসব। আমার আইনজ্ঞদের টিম আজ আমাকে আসতে বারণ করেছিল। বলেছিল, ইডি-র কাছে নথি পাঠিয়ে দিতে। আমি মনে করেছি আমার লুকোনোর কিছু নেই, তাই এসেছি', ইডি দফতরের বাইরে বেরিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement