Abhishek Banerjee: 'গা জোয়ারি করে ভোট করলে চলবে না, ভোটে লড়তে হবে', তৃণমূল কর্মীদের বার্তা অভিষেকের
Continues below advertisement
Abhishek Banerjee: '২০২৩-এ চলবে না ২০১৮-র পঞ্চায়েত ভোটের (Panchayet Election) পুনরাবৃত্তি', ২০১৮-র জন্য খারাপ ফল হয়েছিল ২০১৯-এর লোকসভায় (Loksabha Election)', শান্তিতে পঞ্চায়েত ভোট করার নির্দেশ অভিষেকের (Abhishek Banerjee), এমনটাই খবর সূত্রের। জেলা তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) বার্তা অভিষেকের, জানান হয়েছে সূত্রের তরফে। তিনি এও জানান যে, প্রার্থী যিনি হবেন তার ভাবমূর্তি স্বচ্ছ হতে হবে। প্রার্থী তালিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জোর করে, গা জোয়ারি করে ভোট নয়। বিরোধীদের নমিনেশন দিতে বাধা দেওয়া যাতে না হয়, সুষ্ঠ নির্বাচনের বার্তা দিয়ে দেন অভিষেক।
Continues below advertisement