Abhishek Banerjee:'ED-কে পাঠিয়ে TMC-কে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গিয়েছে', হুঙ্কার অভিষেকের

Continues below advertisement

ED-র IPAC অভিযান নিয়ে ইডি, বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'অসম সরকারের কি এক্তিয়ার আছে, যে এখানকার রাজবংশী ভাইদের নোটিস পাঠাচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী বলছে, বাংলায় কথা বললে জেলে ঢোকাও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আমি বলব বাংলার মানুষের সঙ্গে পাঙ্গা নেবেন না। ED-কে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল। নিজেরাই জব্দ হয়ে গিয়েছে।'

জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত, বারুইপুরের মতোই কোচবিহারে ১০জনকে র‍্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে যত জেতাবেন...ততই অধিকার থেকে বঞ্চিত হবেন বলে আক্রমণ। অভিষেক আরও বলেন, 'আমরা অবৈধ আর দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ! সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এই বিজেপি, বলেছেন বিজেপিরই সাংসদ অনন্ত মহারাজ। তিনি সত্যি কথা বলেছেন। এটা খালি তৃণমূল বনাম বিজেপি লড়াই নয়। এটা আপনাদের সবার সঙ্গে বিজেপির লড়াই। ৯-০ করার দায়িত্ব আপনাদের। আর, কোচবিহারের ৯ টি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের দায়িত্ব আমার।'

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola