Abhishek Banerjee : অমিত শাহর '৩৫'-এর বদলে অভিষেকের '৪০'! লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
কয়েকদিন আগেই অমিত শাহ বাংলায় লোকসভা ভোটে বিজেপির টার্গেট বেঁধে দিয়েছিলেন। বীরভূমের সিউড়িতে সভার সময় বিজেপিকে কটা আসন পেতে হবে তা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। এবার পাল্টা তৃণমূলকে আসনের লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।