Abhishek Banerjee : অভিষেক যে ইডির তলবে যাচ্ছেন না, সেটা আগে জানানো হয়নি কেন? প্রশ্ন আদালতের
Continues below advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam Case ) ইডির ( ED ) তলবে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । পূর্ব ঘোষণামতোই থাকলেন দলের কর্মসূচিতে। অন্যদিকে, বিচারপতি অমৃতা সিন্হার ( Justice Amrita Sinha ) একাধিক নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবী। যদিও, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এদিন প্রশ্ন করে, অভিষেক যে ইডির তলবে যাচ্ছেন না, সেটা আগে জানানো হয়নি কেন?
Continues below advertisement