Abhishek Banerjee: SSC-TET, যা ইচ্ছে নিয়ে CBI দাও, কিছু যায় আসে না: অভিষেক।Bangla News
‘বিচারব্যবস্থা নিয়ে কিছু বলেছিলাম, রাজ্যপাল বলছেন সীমা অতিক্রম করছেন। আমি বলেছিলাম ১ শতাংশ কেন্দ্রের কথা শুনে প্রটেক্ট করছে। বিচারব্যবস্থার ১ শতাংশ নিয়ে বললে, কে জবাব দিচ্ছে? রাজ্যপাল। তার মানে ঠিক জায়গায় ঢিল পড়েছে। এসএসসি-টেট, যা ইচ্ছে নিয়ে সিবিআই দাও, আমাদের কিছু যায় আসে না। শ্যামনগরে দলীয় সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
Tags :
Abhishek Banerjee ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংহ Abhishek Banerjee In Shyamnagar এবিপি আনন্দ