TMC News: লোকসভা ভোটে কে দলের পাশে? কাদের অন্তর্ঘাত? অভিষেকের উদ্যোগে তৈরি হচ্ছে নেতাদের মার্কশিট

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভা ভোটের সময় কোন নেতার পারফরম্য়ান্স কেমন ছিল, তা নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে তৃণমূল। সূত্রের দাবি, তৃণমূলের তরফে দলের সাংসদ-বিধায়ক থেকে জনপ্রতিনিধিদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে--- দলের কোনও নেতার বিরুদ্ধে কি কোনও অভিযোগ আছে? যেখানে দল পিছিয়ে পড়েছে, সেখানে কেন মানুষ ভোট দেননি? এবিপি আনন্দকে তৃণমূল সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, কে কীভাবে কাজ করেছে, কোথায় কী, কারও বিরুদ্ধে অভিযোগ আছে কি না? কার প্রতি ভাল ফিলিং আছে কি না, সেই রিপোর্টটা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছে। কুণাল ঘোষ জানিয়েছেন, সাংসদ, বিধায়ক, অন্য়ান্য় জনপ্রতিনিধি, সকলের কাছ থেকে একটা মতামত নিয়ে, সংগঠন, কোথাও কোনও ক্ষয়ক্ষতি থাকলে সেটা মেরামতি করা যায়, তার একটা প্রক্রিয়া দলের মধ্য়ে চলছে। এই রিপোর্ট নিয়ে মুখ খুলেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্য়ান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী থেকে কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram