Morning Headlines: দিদির দূতের পর এবার অভিষেকের দূত, আজ হাওড়া থেকে নতুন জনসংযোগ কর্মসূচি

Continues below advertisement

Abhishek Banerjee: দিদির দূতের পর এবার অভিষেকের দূত। আজ হাওড়া থেকে নতুন জনসংযোগ কর্মসূচি। পুজোর সময় মানুষের পাশে থাকবেন অভিষেকের দূতরা। পরবর্তীতে শুরু অন্যান্য জেলাতেও। 


Recruitment Scam:  স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ককে তলব ইডির। নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুমিত রায়। সোমবার শুনানি।


Partha Chatterjee:  আদালতের অনুমতির পরই পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য সামনে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্নবাণ। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।


ED : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুনর্বহাল ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র। পশ্চিমবঙ্গের যে কোনও মামলার তদন্তে ছাড়পত্র। আগের নির্দেশ প্রত্যাহার করে জানালেন বিচারপতি অমৃতা সিন্হা।


Ration Distribution Scam: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির নিশানায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। কৈখালির বাড়িতে তল্লাশির পর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ।


Alipurduar Scam: ৫০ কোটির সমবায় দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে ফের সিবিআই অভিযান। সমবায় সমিতির ম্যানেজারের পাশাপাশি সহকারী হিসাবরক্ষককেও জিজ্ঞাসাবাদ।


Municipal Recruitment Scam: ব্যারাকপুরের পর বারাসাত। '২০১২ থেকে ২০২৩ পর্যন্ত কারা ছিলেন বারাসাত পুরসভার উপ পুরপ্রধান? ইমেল করে বারাসাত পুরসভাকে নোটিস, তালিকা তলব সিবিআইয়ের।


Calcutta High Court: পঞ্চায়েত ভোটে নির্দেশ না মানার অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের। ২৪ নভেম্বর সশরীরে হাজিরার নির্দেশ।


BJP Inner Clash: দলের কর্মী বিক্ষোভে বঙ্গ বিজেপির অন্দরেই ভিন্নমত। কড়া পদক্ষেপের হুঁশিয়ার সুকান্তর। কতজনকে শাস্তি দেবেন, পাল্টা দিলীপ। সুকান্তর সঙ্গে মিলে সমাধানের আশ্বাস শুভেন্দুর।


Suvendu Adhikari:  ৫ হাজার বনাম ২ হাজার। কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসে বৈষম্যের অভিযোগ শুভেন্দুর। সকলেরই বোনাস ৫ হাজার ৩০০, বিভেদের চেষ্টা, পাল্টা মুখ্যমন্ত্রী।


Kamduni Verdict: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা আইনি লড়াইয়ের প্রস্তুতি শেষ। কলকাতায় ফিরলেন কামদুনির প্রতিবাদীরা। সর্বোচ্চ আদালতে রাজ্যের মামলাতেও পার্টি প্রতিবাদীরা।


Israel War:  পণবন্দীদের খুঁজতে গাজায় ঢুকল ইজরায়েলের স্পেশাল ফোর্স, শুরু অপারেশন। ঢুকল ট্যাঙ্কের বিশাল কনভয়। ব্যাটেল গ্রাউন্ডে থেকে টানা কভারেজ এবিপি আনন্দের। 


Israel War:গাজায় হামাসের ডেরায় বিধ্বংসী হামলা ইজরায়েলের। গুঁড়িয়ে গেল একের পর এক বহুতল। ৬ হাজারের বেশি বোমা নিক্ষেপ। যুদ্ধ নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হোক, বললেন প্রধানমন্ত্রী।


Israel War: হামাসের হাত থেকে ২৫০ পণবন্দিকে উদ্ধার ইজরায়েলি সেনার। এবিপি আনন্দের হাতে অভিযানের রুদ্ধশ্বাস ছবি। ব্যাটেল গ্রাউন্ডে এবিপি আনন্দ। 


Israel War:ইজরায়েলের বেইরির বুকে বর্বরতা। অবাধে হত্যা, অপহরণ হামাস জঙ্গিদের। উৎসবের আমেজ বদলে গেল জঙ্গি হামলায়, রক্তাক্ত দক্ষিণ ইজরায়েলের নোভা রেভের প্রাঙ্গন।

Israel War:যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে এল অপারেশন অজয়ের বিশেষ বিমান। দেশে ফিরলেন ৫৩ জন বাঙালি সহ ২১২ জন। রাজ্যে ফেরাতে সব ব্যবস্থা করা হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী।


World Cup 2023:  বিশ্বকাপের সুপার স্যাটারডে। আমদাবাদে ভারত-পাক ব্লকবাস্টার ডুয়েল। ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে শুভমান। ও ৯৯ শতাংশ ফিট, রোহিতের ইঙ্গিতে জল্পনা।


Virat Kohli: ২০২৮ অলিম্পিক্সে এবার কি বিরাট কোহলিও? অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির সুপারিশ IOC-র। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের পক্ষে জোর সওয়াল IOC চেয়ারম্যানের। 


Weather Forecast: পুজোয় সুখবর আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী থাকবে রোদ ঝলমলে আকাশ। অনুভূত হবে উত্তুরে হাওয়ার প্রভাব।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram