Mamata Banerjee: তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ অভিষেকের

Continues below advertisement

TMC News: তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ অভিষেকের। তৃণমূলের ১০-এর বেশি জেলা সভাপতিকে বদলের সুপারিশ। পুরসভা স্তরেও বিস্তর বদলের সুপারিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আনুগত্য নয়, পারফরম্যান্সই শেষ কথা, বার্তা অভিষেকের। 'বীরভূমে থাকা উচিত কোর কমিটির', ব্যক্তিগত মতামত অভিষেকের'। সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। 

৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় হাঙ্গামা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি। দু'পক্ষে তরজা, উত্তপ্ত বিধানসভার অভ্যন্তর। ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হল জম্মু-কাশ্মীর বিধানসভা। এদিন শাসক ও বিরোধী বিধায়করা রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। এদিন বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময়, বিধায়ক শেখ খুরশিদরা ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানায়। স্পিকার ১৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram