Abhishek Banerjee: 'পাকিস্তান যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব', পাকিস্তানকে আক্রমণ অভিষেকের

ABP Ananda LIVE: জাপানে গিয়ে পাকিস্তানকে আক্রমণ অভিষেকের । জাপানে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় । পাকিস্তানের বিরুদ্ধে প্রচারে টোকিওয় সর্বদলীয় প্রতিনিধি দল । 'TRF লস্করের ছায়া সংগঠন' । 'জঙ্গিদের বাঁচাতে রাষ্ট্রপুঞ্জে সরব পাকিস্তান' । 'পাকিস্তানের মাটিতে জঙ্গিঘাঁটি প্রকাশ্যে'  

আরও খবর...

বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল 'বনাম' তৃণমূল। কল রেকর্ডিং প্রকাশ্যে এনে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। 'এলাকায় প্রোমোটিং নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ। INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মী দু'জনই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ', ২ জনের কথোপকথনের অডিও প্রকাশ করে দাবি বিজেপি নেতা সজল ঘোষের। 'INTTUC নেতা শঙ্কর রাউতের সঙ্গে কথোপকথনের অডিও', কল রেকর্ডিংয়ের সত্যতা স্বীকার যুব তৃণমূলকর্মী রাহুল জানার। এলাকার লোকেদের ভয় দেখান INTTUC নেতা, অভিযোগ যুব তৃণমূলকর্মীর । মন্তব্যে নারাজ অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola