Abhishek Banerjee: আগামী ভোটযুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়? ABP Ananda Live
West Bengal News: আগামী ভোটযুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের এই দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। গতকাল কালীঘাটে (Kalighat) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, তাঁর সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ (Kunal Ghosh), পার্থ ভৌমিক (Partha Bhowmik) , ব্রাত্য বসু (Bratya Basu), তাপস রায় (Tapas Roy) এবং নারায়ণ গোস্বামীর (Narayan Goswami) মতো নেতারা। সূত্রের খবর, বৈঠক চলে সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে। প্রচারে নামার কথা বলা হলে সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান। দলের কোনও সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে থাকতে চান না। এমনটাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। কিন্তু, কেন এই পরিস্থিতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, যেভাবে ১০০ দিনের আন্দোলনকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে...যেভাবে প্রশাসনের একাংশের অসহযোগিতায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মাথপথে থমকে রয়েছে এবং তাতে তিনি অসন্তুষ্ট। অভিযোগ উঠেছে, দলের অন্দরে এই বিষয়টি নিয়ে কথা বলেও কোনও লাভ হয়নি। তাই অভিষেক নিজেকে গুটিয়ে নিতে চাইছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি। তবে বাইরে এই ব্যাপারে মুখ খোলেননি কোনও নেতাই। ABP Ananda Live