Mamata Banerjee:অভিষেকের কাছে ৪২ বছর আগের তথ্য চাইছে,তখন তো ও জন্মায়নি: মুখ্যমন্ত্রী।ABP Ananda Live
Continues below advertisement
'রাজ্যের মন্ত্রী ৫ মিনিট সময় দেওয়া হয় না, ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজেকে খুব বড় ভাবছেন। অভিযোগ করে মমতা দুর্গাপুজো করতে দেয় না, আমরাই হেরিটেজ বানিয়েছি। দুর্গাপুজোয় সবাই আসুক, আমার কোনও অসুবিধা হয় না, আপনাদের অসুবিধা কোথায়? কোনও দলের প্রতীক ছিনিয়ে নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তকমা ছিনিয়ে নিয়েছে, আবারও ফিরিয়ে আনব। পুজোর সময়ও ছাড়া হচ্ছে না। অভিষেকের কাছে ১৯৮১-১৯৮২ সালের তথ্য চাইছে, তখন তো ও জন্মায়নি।' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement
Tags :
Bangla News Central Investigation Agency ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel ABHISHEK BANERJEE Mamata Banerjee Attacked Central