Dengue Update: পরিস্থিতি আরও ভয়াবহ, মহালয়া থেকে দশমী পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৯ হাজার
উৎসবের মরসুমে রাজ্যে আরও ভয়াবহ চেহারায় ডেঙ্গি। মহালয়া থেকে দশমী পর্যন্ত ১১ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৯ হাজার। পাঁচ বছরের মধ্যে রাজ্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ। ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৪৭৫। গত বছরে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ২৭১ জন।