DEV: 'জিতেছি মানে কি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেল', বানভাসি ঘাটালে দাঁড়িয়ে মন্তব্য দেবের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, সবাই মিলে পাশে থাকতে হবে', বানভাসি ঘাটালের পরিস্থিতি পরিদর্শনের পর মন্তব্য তৃণমূল সাংসদ দেবের। আজ, রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে পৌঁছে গিয়েছিলেন সাংসদ দেব। একদিকে চলছে তাঁর নতুন ছবি 'খাদান'-এর শ্যুটিং। সেই ব্যস্ততা থাকলেও, বন্যা পরিস্থিতিতে ঘাটালের পাশে থাকার চেষ্টা করছেন দেব। এর আগেও তিনি ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন দেব। আর রবিবার ফের তাঁকে দেখা গেল তাঁর নির্বাচনী এলাকায়।

আরও খবর..

ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনের বরাত তৃণমূল নেতার! চাঞ্চল্যকর দাবি ভাটপাড়া থানার হাতে গ্রেফতার দুষ্কৃতীর, ভাইরাল ভিডিও। ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও স্বাস্থ্য দফতরের পুর পারিষদ সাহেব ওরফে নুরে জামালকে খুনের চক্রান্ত ! ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধে অভিযোগ। ভিন রাজ্য থেকে আনা হয়েছিল দুষ্কৃতী, বরাত দেওয়া হয়েছিল ১০ লক্ষ টাকার, দাবি ধৃতের। তৃণমূল কংগ্রেসের অন্দরেই শুরু চাপানউতোর

IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ধুন্ধুমার। আরজি কর কাণ্ডে নাম জড়ানোয় ৩ চিকিৎসকে বের করে দেওয়া হল বৈঠক থেকে। বৈঠক থেকে বের করে দেওয়া হল তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়ঙ্কা রানাকে। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সুশান্ত রায়ের সঙ্গে আর জি করে গিয়েছিলেন তাপস চক্রবর্তী। সেমিনার রুমে ঢুকে তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ তাপস চক্রবর্তীর বিরুদ্ধে। বৈঠক থেকে বের করে দেওয়া হয় কল্যাণী গান্ধী মেমোরিয়ালের চিকিৎসক জয়া মজুমদারকে। বিরূপাক্ষ বিশ্বাসের বন্ধু প্রিয়ঙ্কা রানাকেও বের করে দেওয়া হয় বৈঠক থেকে। ৩ চিকিৎসকে ঘিরে ধরে বিক্ষোভ, গালিগালাজের অভিযোগ। বৈঠকে ছিলেন IMA-র রাজ্য শাখার সেক্রেটারি সস্ত্রীক শান্তনু সেন 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram