Chok Bhanga Chota: কীভাবে বাংলায় হাসপাতাল চলছে, সবাই দেখছে, আক্রমণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডাক্তাররা। 'আমরা যা করার করব, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কীভাবে বাংলায় হাসপাতাল চলছে, কী ঘটছে, সবাই দেখছে', রাজ্য সরকারের দায়িত্ব মনে করিয়ে বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।

আরও খবর..

আর জি করে নারকীয় ঘটনার বিয়াল্লিশ দিন পরেও মশাল হাতে কলকাতার রাস্তায় নামল নাগরিক সমাজ। বিশাল মিছিলে আছড়ে পড়ল জনস্রোত। ২০১১ সালের পর, ঘুমিয়ে পড়া নাগরিক আন্দোলনকে, অবশেষে যেন ফের জাগিয়ে তুলল আর জি কর কাণ্ড। আর শুক্রবারের মশাল মিছিলে ফের পা মেলালেন ময়দানের তিন প্রধানের সমর্থকেরা। ব্যানার তুলে ধরা হল, তিলোত্তমার পাশে ময়দান। সঙ্গে মুষ্টিবদ্ধ তিনটি হাতের স্কেচ। একটি হাতের রং লাল-হলুদ, একটি সবুজ-মেরুন ও তৃতীয়টি সাদা কালো। ময়দানের তিন ক্লাবের পতাকার রং।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram