Morning Headline: দলের নেতার বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক, নিয়োগ মামলায় কড়া হাইকোর্ট। Bangla News

Continues below advertisement

ইসলামপুরে সন্ত্রাসবাদীকে দায়িত্ব দেবেন না। দলের নেতার বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক। কী বলেছেন, দল দেখবে, পাল্টা ব্লক সভাপতি। 

মানিককে টাকা দেয়নি, তাই হয়তো চাকরি বাতিল। এমন একটা রাজ্য হয়েছে বাংলা, টাকা না দিলে চাকরি হয় না। নিয়োগ-মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের। 

যোগ দেওয়ার ৪ মাসের মধ্যেই কীভাবে চাকরি বাতিল? নিয়ম না থাকলে কীভাবে নিয়োগ? মুর্শিদাবাদের শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিয়ে মন্তব্য হাইকোর্টের।

কোথায় কোথায় ছড়িয়ে সম্পত্তির শিকড়? জানি না বলে বেশিরভাগ প্রশ্নেরই জবাব এড়াচ্ছেন অনুব্রত। এবার নাম ধরে ধরে জেরা করবে সিবিআই। 
কোথায় ছড়িয়ে সম্পত্তি?

হাটের আড়ালে গরু পাচারের কারবার! বীরভূমকে কেন্দ্র করে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরেও পাচার চক্রের জাল।

গরু পাচার মামলায় সিবিআইয়ে চার্জশিটে আব্দুল লতিফ। ইলামবাজার হাটের কাছেই অট্টালিকা, গ্যারাজে দামি দামি গাড়ি। কিন্তু কোথায় লতিফ? এখনও রহস্য। 

দুর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। বাধা দিলে জবাবের হুঁশিয়ারি সুকান্তের। 'ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখবেন।' পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শান্তনুর।

এসএসসির পরে আজ ২০১৪-র টেট উত্তীর্ণ-প্রশিক্ষিতদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় ৪টি সংগঠনের অবস্থান। 

নেই মমতা, অভিষেকের ছবি দিয়ে ৬ মাসে নতুন তৃণমূলের বার্তা। পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই কালীঘাট, হাজরা-সহ শহরজুড়ে হোর্ডিং। 

আজ থেকে ফের দাম বাড়ছে দুধের। লিটারে ২ টাকা করে বাড়ছে মাদার ডেয়ারি, আমূলের দুধের দাম। অপরিবর্তিত থাকছে বাংলার ডেয়ারির দাম। 

আধার নম্বর না থাকলে মিলবে না কোনও ধরনের সরকারি ভর্তুকি। সমস্ত কেন্দ্র-রাজ্য দফতরে নির্দেশ ইউআইডিএআইয়ের। 

রাজনীতির কোপে বিদ্ধ ফুটবল। অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আগে হঠাৎ নির্বাসিত এআইএফএফ। প্রশাসক কমিটির হস্তক্ষেপের কারণ দেখাল ফিফা। 

শাস্তি বহাল থাকলে ভারতে স্থগিত অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। আন্তর্জাতিক ম্যাচ বন্ধ। র‍্যাঙ্কিংও শুরু শূন্য থেকে। সই করানো যাবে না কোনও বিদেশি ফুটবলারকে। 

ফুটবলে শট মেরে যুবভারতীতে ১৩১তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে থেকেও এফসি গোয়াকে ৩-১ গোলে হারাল মহমেডান। 

মা হতে চলেছেন বিপাশা বসু। সোশাল মিডিয়ায় অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন বিপাশাই। 

নিয়োগে টাকার খেলা আড়ালে কোন পন্থা? কোন ম্যাজিকে মাত্র ৩ দিনেই শেষ ৮০% নিয়োগ? বাগ কমিটির সদস্যের এক্সক্লুসিভ সাক্ষাৎকার।

১৩এ। আজই জেলে গিয়ে পার্থকে জেরা করবে ED। ধৃত প্রাক্তন ২ SSC কর্তাকে আজই আদালতে পেশ। জেরায় কী বলছেন অনুব্রত? ঘণ্টাখানেক 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram