ABP Ananda Khaibar Pass 2022: ম্যাঙ্গো সুফলে, বেকড কালাকাঁদ, চকোলেট মাড পাই নিয়ে এবিপি আনন্দ 'খাইবার পাস'-এ হাজির থাকছে 'বলরাম মল্লিক রাধারমণ মল্লিক'
সেকাল থেকে একাল, যুগের সঙ্গে সঙ্গে বদলেছে মিষ্টির স্বাদ, আর ধরন। পাতের পাশে মিষ্টির বদলে এসে বসেছে আইসক্রিম, হারিয়ে গিয়েছে মিষ্টি দইয়ের গরিমা। আবার মিষ্টির স্বাদও বদলেছে, বদলেছে তা বানানোর ধরনও। নতুন থেকে পুরনো, সবরকম মিষ্টি নিয়েই এবিপি আনন্দ 'খাইবার পাস' ২০২২ -এ হাজির থাকছে বলরাম মল্লিক রাধারমণ মল্লিক। বেকড মিহিদানা থেকে শুরু করে সেই পুরনো দিনের জলভরা সন্দেশ, এবিপি আনন্দ 'খাইবার পাস' (ABP Ananda Khaibar Pass) অনুষ্ঠানে এলেই মিলবে এইসবের হদিশ। নতুন থেকে পুরনো, সবধরণের মিষ্টির সম্ভার নিয়েই হাজির থাকছে, বলরাম মল্লিক রাধারমণ মল্লিক। ঠিক কী কী থাকছে তাঁদের মিষ্টি সম্ভারে? সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এবিপি আনন্দ 'খাইবার পাস' -এ প্রথমবার বলরাম মল্লিক রাধারমণ মল্লিক-এর তরফে নিয়ে আসা হচ্ছে 'ম্যাঙ্গো সুফলে'। আমের মরসুম কড়া নাড়ছে দরজার। অন্যদিকে এখনও শেষ হয়নি খেজুর গুড়ের সময়। কিন্তু এবারে 'ম্যাঙ্গো সুফলে'-কেই সবার আগে এগিয়ে রাখছে সংস্থা।