Khaibar Pass : বিরিয়ানি থেকে মোমো, শেষদিনে জমজমাট বাগবাজারে এবিপি আনন্দ খাইবার পাস। যাচ্ছেন তো ?

ABP Ananda LIVE : শীতের আমেজে রসনা তৃপ্তির হরেক পদ নিয়ে, এবার বাগবাজারে খাইবার পাস। আজই শেষ দিন। প্রথম দিনেই এবিপি আনন্দ খাইবার পাস জমজমাট ছিল। আজ যেহেতু শেষ দিন, প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বাগবাজার সর্বজনীনের মাঠে। সারাবছর বাঙালিরা অপেক্ষা করে থাকে এই খাদ্যমেলার জন্য। কেউ বিরিয়ানি খাচ্ছেন তো কেউ মোমো। সব মিলিয়ে জমজমাট খাইবার পাসের শেষ দিন। 

 

RG Kar News: 'ওনার আর পদে থাকার অধিকার নেই', মুখ্যমন্ত্রীকে নিশানা তিলোত্তমার পরিবারের

আর জি কর-কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, সঙ্গে সরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী। তাঁর মৃত্যুর জন্য রাজ্য সরকারই পুরো দায়ী। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনও যুক্তি নেই, বললেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বাবা। পাশাপাশি তড়িঘড়ি মেয়ের শেষকৃত্য় কেন করা হয়েছিল তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন নিহত চিকিৎসকের মা। তাঁর অভিযোগ, মেয়ের দেহ চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার পরে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সন্দীপ মুখোপাধ্যায়ের পিঠে হাত দিয়ে বলেছিলেন, 'ওয়েলডান বয়'। তাঁর দাবি, তথ্য প্রমাণ লোপাটে নির্দেশ দেওয়া হয়েছিল। নিহত চিকিৎসকের মা বলছেন, তিনি মনে করেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই সেটা করা হয়েছিল। যদিও এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। তারা বলছে, তৃণমূল বিরোধীদের মতো কথা বলছে নিহত চিকিৎসকের পরিবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola