ABP Ananda: লন্ডভন্ড করে তল্লাশি চালায় পুলিশ, সিজ করার মতো কিছুই পায়নি : প্রকাশ সিনহার স্ত্রী
Kolkata News: ফের নিশানায় সংবাদমাধ্যম। আবার আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর (ABP Ananda LIVE) সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে হানা দিল নরেন্দ্রপুর থানার পুলিশ। সকাল ১১টা নাগাদ তল্লাশির পর পুলিশ প্রকাশ সিন্হার (Prakash Sinha)বাড়ি থেকে চলে যায়। পুলিশের দাবি, ২৪ ফেব্রুয়ারি নরেন্দ্রপুর (Narendrapur)থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয়। অভিযোগকারীর দাবি, তিনি কয়েকজন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন। কিন্তু প্রতিশ্রুতিমতো ওই ফ্ল্যাট তিনি পাননি বলে অভিযোগ। এই মামলার সূত্রেই কয়েক জায়গায় তল্লাশি-অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রকাশ সিন্হার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সিজ করার মতো কোনওকিছুই পায়নি। শুধু পেন ড্রাইভ ও ল্যাপটপ থেকে কিছু ডেটা ট্রান্সফার করে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু এর জন্য গোটা বাড়ি জুড়ে লন্ডভন্ড করে তল্লাশি চালানো হয়। সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুুলিশি-হানা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চান। হয় সাংবাদিকরা তাঁর গুণগান গাইবেন আর তা না হলে তিনি তাঁদের জেলে পুরবেন। বেশ কিছুদিন ধরেই তিনি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। এখন তিনি পুলিশকে এগিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যমের ওপর লাগাতার হামলা, পুলিশকে ব্যবহার করে তাদের ভয় দেখানোর নিন্দা করছি।, এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।