Mother's Day 2023 : এক আকাশ লড়াইয়ের নামই 'মা জিজা', মাতৃ দিবসে কুর্নিশ
Continues below advertisement
মাতৃত্বের কোনও ক্রাইটেরিয়া হয় কি ? কোন নিয়মে বাধা মায়েদের গতিবিধি ? ক'টা কঠিন পরীক্ষায় পাশ করলে তবে মা হওয়া যায় বলুন তো ? রোজ এমনই কত হাজার চ্যালেঞ্জে জর্জরিত হন মায়েরা। কিন্তু মাতৃত্বের সত্যিই কোনও নিয়ম হয় কি ?
'স্পেশাল মা' ? নাহ, পৃথিবীর সব মা-ই তো স্পেশাল হন। মায়ের বোধহয় কোনও সংজ্ঞা হয় না। সন্তানকে আগলে রাখতে চারপাশের যাবতীয় দেওয়াল শুধু মায়েরাই ভেঙে ফেলতে পারেন অকাতরে। সমাজের আক্রমণ, শারীরিক প্রতিকূলতার মতো একাধিক বাধা অতিক্রম করে কেমন কাটছে মা জিজার দিনগুলো ? বেশ পরিচিত মুখ জিজা, সোশাল অ্যাক্টিভিস্ট জিজা ঘোষের একাধিক লড়াই-এর কথা আগেও সংবাদের শিরোনামে উঠে এসেছে। আজ মাতৃ দিবসে আরও এক লড়াইয়ের গল্প শোনালেন জিজা ঘোষ।
Continues below advertisement