ABP on the Spot(Seg-2): জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের
জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা আদালতের। তথ্যের অধিকার আইনে ওএমআর শিট চেয়ে আবেদন ২০১৭-র এক টেট পরীক্ষার্থীর। নির্ধারিত টাকা দিয়ে আবেদন জানাই, দাবি টেট পরীক্ষার্থীর সাহিলা পারভিনের। যথাযথ ওএমআর শিট দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, অভিযোগ মামলাকারীর। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে ২ সপ্তাহের মধ্যে টাকা জমার নির্দেশ ।