Coal Scam: আসানসোল কোর্টে গরহাজির, কয়লাপাচার মামলায় অধরা চার্জ গঠন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রের অনুপস্থিতির কারণে হল না চার্জ গঠন। অনুপ মাঝি ওরফে লালা-সহ ৪৮ জন অভিযুক্ত সশরীরে হাজির থাকলেও হল না চার্জগঠন। ১০ ডিসেম্বর পরবর্তী শুনানি। বিকাশ মিশ্রকে ভার্চুয়াল হাজিরার নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

আরও খবর..

অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।  প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আরেক পার্থ ঘনিষ্ঠ গ্রেফতার। সিবিআই সূত্রে দাবি, শিক্ষক নিয়োগে টাকার লেনদেনে জড়িত সন্তু গঙ্গোপাধ্যায়> কাদের কাদের চাকরি, সন্তুর কাছ থেকে তালিকা যেত কুন্তলের কাছে। সন্তুর মাধ্যমেই চাকরি চুরির টাকা আসত পার্থর কাছে।' 

রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারি মাঝে ফের উঠল বিস্ফোরক অভিযোগ। জন সাধারণের দাবি অনুযায়ী, রাজ্য সরকারের যে প্রকল্প শো স্টপার, এবার সেই প্রকল্প নিয়েই উপনির্বাচনে জয়ের পর উঠে এল গুরুতর অভিযোগ ! পূর্ব মেদিনীপুর জেলায় ট্যাবের টাকা না পাওয়ার পর এবার, তমলুক শহরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ এলাকার মহিলাদের। প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। শুরু রাজনৈতিক তরজা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram